নেতাজীর স্মরণে ইংরাজীতে নাটক করলো ছাত্র/ছাত্রীরা
By Team SLATO & Team Krishworks
Krishworks Hi-Tech English Center মানে শুধু ইংরাজী ভাষা শিক্ষাই নয় সাথে সাংস্কৃতিক চর্চার অন্যতম মাধ্যম হিসাবে ধরা যায়। তারই আরো একবার সাক্ষী থাকলো এলাকার মানুষ। দক্ষিণ ২৪পরগনার প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবস্থিত এই Hi-Tech English Center এর ছাত্র /ছাত্রীদের সাংস্কৃতিক নৈপুণ্যতা দেখে এলাকার মানুষ বিস্মিত হয়েছে বারবার। এবারো তার কোনো ব্যতিক্রম হলো না।
২৩শে জানুয়ারী নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষ্যে এই এলাকার অগ্নিবীণা ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয় ২ দিনের ক্রীড়া ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের। সেখানে আমন্ত্রণ জানানো হয় Krishworks Hi-Tech English Center এর ছোটো ছোটো ছাত্র /ছাত্রীদের। মাত্র ৩দিনের ব্যবধানে কি করা যাবে এই ভাবতে ভাবতে প্র্যাক্টিস শুরু করে ছাত্র /ছাত্রীরা। মনে অদম্য সাহস আর শিক্ষকের সহযোগিতায় চলতে থাকে জোর প্রস্তুতি।
নির্দিষ্ট দিনে মঞ্চস্থ হলো সেই অনুষ্ঠান। ছোটো ছোটো ছাত্র /ছাত্রীরা ইংরাজীতে ঘোষণার মাধ্যমে শুভ সূচনা করে। শুরুতে সকলেই চমকে যায় ছোটোদের মুখে এই ঘোষণা শুনে। তারপর একে একে মঞ্চস্থ হয় “Singular Plural Drama” , “Doctor Patient Conversation” আর সব শেষে নেতাজীর স্মরণে তাঁরই উদ্দেশ্যে মঞ্চস্থ হলো “আজাদহিন্দ ফৌজের” উপরে একটি নাটক। হয়তো এমন অনুষ্ঠানের সাক্ষী থাকতে পেরে এলাকার সকল মানুষ খুবই আনন্দিত হলো। সম্পূর্ণ ইংরাজী ভাষাতেই সমস্ত অনুষ্ঠানটি পরিচালিত হতে দেখে এলাকার সকলেই বিস্মিত হয়ে যায়। অগ্নিবীণার সকল সদস্যরাই রীতিমতো আনন্দে ফেটে পড়ে।
Krishworks Hi-Tech English Center কে বিশেষ ভাবে সম্মানিত করা হয় তাদের এই নৈপুণ্যতা দেখে। স্মারক হিসাবে ওই সাংস্কৃতিক মঞ্চে ক্লাবের পক্ষ থেকে Krishworks Hi-Tech English Centerকে দেওয়া হয় নেতাজীর একটি ছবি ও একটি বিশেষ মানপত্র।
আনন্দে ভেসে যাওয়া নয় আগামী দিনে আরো দীর্ঘ পথ চলার সংকল্প গ্রহণ করে Krishworks Hi-Tech English Center এর সকলেই।