ইংরেজি শিখছে গ্রামের স্কুলপড়ুয়ারা ফোনেটিক্সের সাহায্যে ক্রিসওয়ার্কসের হাত ধরে |
দুটো এন্ড্রয়েড ডিভাইস: মোবাইল হোক বা ট্যাবলেট, একটা মাইক লাগানো স্পিকার, প্রজেক্টর বা টিভি থাকলে তো বেশ হয়, না থাকলে কুছ পরোয়া নেহি, আর একজন শিক্ষক/শিক্ষিকা । ব্যাস এই জিনিস গুলো থাকলেই যেকোনো জায়গায় একটা ডিজিটাল হাইটেক ইংরেজি ক্লাস খোলা সম্ভব ।
অনেক ক্ষেত্রেই দেখা যায় শহর থেকে দূরে বস বাস কারি ছাত্র ছাত্রীরা বা আর্থিক দিক দিয়ে সচ্ছল নয় এমন পরিবারের ছাত্র ছাত্রীরা মেধাবী হয়ে পরীক্ষায় বিভিন্ন বিষয়ে ভালো নম্বর পাওয়া সত্ত্বেও শুধু মাত্র ইংরেজিতে সাবলীল নয় এই জন্য ভবিষতের পেশাদারি জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হয় । এর একটা অন্যতম কারণ হলো সঠিক পরিবেশ ও উপযুক্ত পরিকাঠামোর অভাব।
অথচ আমাদের দেশে অনেক শিক্ষিত যুবক যুবতী আছে, যারা অনেক ক্ষেত্রেই শিক্ষকতা করে তাদের জীবিকা নির্বাহ করে, তারা লিখতে পড়তে পারে , সঠিক প্রশিক্ষণের সাহায্যে তারাও অত্যন্ত ভালো ইংরেজি শিক্ষকে পরিণত হতে পারে , এবং এর ফলে তারা নিজের এলাকার বাচ্চাদের সেই সব শিক্ষাগত সুযোগ সুবিধা দিতে পারবে যা এখনো পর্যন্ত শুধু মাত্র শহরের নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যেই সীমাবদ্ধ ছিল ।
ক্রিসওয়ার্কস টেকনোলজি দীর্ঘ বছর গবেষণা করে এক পাঠক্রম তৈরী করেছে যার সাহায্যে অতি অল্প সময়ের মধ্যে বাচ্চারা আন্তবিশ্বাসের সাথে ইংরেজিতে কথা বলতে, ও লিখতে পড়তে শিখে যায়। ক্লাস শুরু হয় ধ্বণিবিজ্ঞান অর্থাৎ Phonetics দিয়ে এবং তারপর Alphabet, Blends, Reverse Blends, Video Comprehension, Listening Comprehension, Reading Comprehension, Role Play, এবং Interactions দিয়ে শেষ হয় । সপ্তাহে তিন দিন ক্লাস হয়, প্রতিদিন এক ঘন্টা করে ।
শিক্ষক শিক্ষিকাকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ১ মাসের প্রশিক্ষণ দেওয়া হয় । তারপর তারা ক্লাস নেওয়া শুরু করতে পারে । ক্লাস চলা কালীন ও শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ চলতে থাকে, প্রতি সপ্তায় শিক্ষককে সেই সপ্তাহের ক্লাসের Lesson Plan ও Practice Video পাঠাতে হয়, প্রত্যেক শিক্ষকের একজন করে গাইড থাকে সেই গাইড শিক্ষকের ভিডিও, lesson plan, এবং assignment মূল্যায়ন করে সেই শিক্ষক শিক্ষিকাকে একজন দক্ষ শিক্ষক/শিক্ষিকা হতে সাহায্য করে ।
এই সব প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকার ক্লাস ছাত্র ছাত্রীদের জন্য খুবই আনন্দময় হয়ে ওঠে এবং তাদের কাছে পাঠরত বাচ্চারা খুব অল্প সময়ের মধ্যেই ইংরেজি ভাষায় খুব সাবলীল ভাবে কথা বলতে শিখে যায় ।
এছাড়াও ছাত্র ছাত্রীরা নিজে নিজে ফনিক্স বই পড়তে শেখে এবং নিজেরা ইংরেজি গল্পের বই পড়ে সেই গল্পের উপর তৈরী করা প্রশ্নের উত্তর বার করতে পারে ।
যে কোনো স্কুল তাদের স্কুলের পাঠক্রমের মধ্যে এই হাইটেক ক্লাসরুম অন্তর্ভুক্ত করতে পারে, এই ক্লাসের সাহায্যে যে সব ছাত্র ছাত্রীরা বাড়িতে কোনো রকম গাইডেন্স পায়না তারাও কিছুদিনের মধ্যে বাকি ছাত্র ছাত্রীদের মতো একই স্তরে পৌঁছে গিয়ে পঠন পাঠনে আরও আগ্রহী হয়ে ওঠে | স্কুল ছাড়াও যে কোনো শিক্ষিত যুবক যুবতী Krishworks এর কাছে প্রশিক্ষণ নিয়ে বাড়িতে এই হাইটেক সেন্টার খুলে বাচ্চাদের পড়িয়ে আয় করতে পারে ।
দক্ষিণ ২৪ পরগনা ( পিয়ালী, জয়নগর, ক্যানিং, আমঝরা ), পূর্ব বর্ধমান (মেমারি, বৈদ্যপুর, মান্দালগ্রাম, নবগ্রাম, চাকদিঘি ), নাদিয়া (করিমপুর ), উত্তর ২৪ পরগনা (মনিরামপুর ), মালদা, পশ্চিম মেদিনীপুরে (ঘাটাল ) এবং আরও অনেক জায়গার শিক্ষক শিক্ষিকারা Krishworks এর থেকে প্রশিক্ষণ নিয়ে তাদের স্কুলে বা এলাকায় এই হাইটেক ক্লাসরুমের মাধ্যমে অনেক বাচ্চাদের ইংরেজিতে লিখতে, পড়তে ও কথা বলতে সাহায্য করছে
Krishworks Technology and Research Labs
Supported By IIM Calcutta Innovation Park (Under IIM Calcutta, Govt. of India)
www.krishworks.com