মালদা জেলার প্রতিটা শহরের এবং গ্রামের ছাত্র ছাত্রীরা হাইটেক ইংলিশ ক্লাসের সাহায্যে ইংরাজী শিখবে

By Team SLATO & Team Krishworks

হাই টেক ক্লাস কি :-

এই ক্লাসে কেবল মাত্র মোবাইল বা ট্যাবলেট ডিভাইস এর মধ্যে অডিও  ভিডিও সহযোগে ইংরেজি ভাষা কে মাতৃ ভাষার মতো করে শেখানো হয়।

 

সম্পূর্ণ হাই-টেক ডিজিটাল ক্লাস রুমের মাধ্যমে শহরের এবং গ্রামের বাচ্চাদের ইংরেজিতে লিখতে , পড়তে ও কথা বলতে শেখানো হয়।

কারা করছে :-

ক্রিসওয়ার্কের এই উদ্যোগের পিছনে রয়েছে চার জন ইঞ্জিনিয়ার শুভজিৎ , গার্গী, কৌশিক এবং বালাগোপাল । সমাজের শিক্ষার অসমতা দূর করার উদ্দেশ্যে তারা অনেক বছর ধরে গবেষণা করেছিলেন কর্ণাটকে, তেলেঙ্গানা ও পশ্চিমবাংলার বিভিন্ন গ্রামে এবং শহরে। সেই গবেষণার ফলপ্রসূ এই হাইটেক ক্লাসরুম তৈরী হয় যা বর্তমানে বহু মানুষকে উপকৃত করছে ।

উদ্দেশ্য কি :-

শহরের এবং গ্রামের অনেক মেধাবী ছাত্র ছাত্রীরা  অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস, ভূগোলের মতো বিষয়ে ভালো বূৎপত্তি হওয়া সত্ত্বেও পরবর্তী পেশাদারি জীবনে ইংরাজী কমিউনিকেশন স্কিলস না থাকার দরুন অনেক অসুবিধার সম্মুখীন হয় । অথচ স্বচ্ছল পরিবার থেকে আসা শহরের নামি দামি স্কুলে পড়া বাচ্চারা ছোট থেকেই অনেক উন্নত পরিকাঠামোর সুযোগ সুবিধা পেয়ে পেশাদারি জীবনের প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে থাকে ।

 

ক্রিসওয়ার্কস টেকনোলজির উদ্দ্যোগে বর্তমানে পশ্চিমবঙ্গের বহু শহরে এবং গ্রামে হাইটেক ইংলিশ ক্লাসরুমের সাহায্যে বাচ্চারা আজ সাবলীল ভাবে ইংরাজিতে পড়তে, লিখতে, ও কথা বলতে শিখছে ।

কোথায় আছে :-

দীর্ঘ ১ক বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা এই কাজ করে চলেছি ।আমাদের সেন্টার কর্নাটকে ,হায়দ্রাবাদ বেঙ্গালোরে এবং পশ্চিম বঙ্গের জীবন মন্ডল হাট (দক্ষিণ ২৪ পরগনা ), পিয়ালী (দক্ষিণ ২৪ পরগনা ), ক্যানিং (দক্ষিণ ২৪ পরগনা ) , মালদা টাউন, মেমারি (বর্ধমান ), ঘাটাল (মেদিনীপুর ), নদীয়া , বাটানগর  এ চলছে।

এই ক্রিসওয়ার্ক  ইংলিশ সেন্টার এর কথা ১৬ সেপ্টেম্বর এই সময় পত্রিকা তে পড়েছেন Link এবং ১৪  নভেম্বর রেডিও মির্চির মীর এর সাথে সাক্ষাৎকার শুনেছেন।  Link
এই ইংলিশ সেন্টার এখন আমাদের মালদা টাউন এতে |

মালদাতে কারা করছে :-

মালদাতে কয়েক জন শিক্ষানুরাগী ব্যাক্তি সুশান্ত দাস ,সুশান্ত মন্ডল এবং  হরিশ্চন্দ্র মন্ডল , সেই সুদূর কলকাতা থেকে এই হাই-টেক ক্লাস এনে মালদা তে স্থাপন করেছে। আপনারা তো জানেন মালদা আজ ধীরে ধীরে শিক্ষার দিকে অন্য জেলা থেকে এগিয়ে যাচ্ছে।

আমাদের আপনাদের সবার স্বপ্ন আমরা মালদা জেলার প্রতিটা শহরের এবং গ্রামের সকল ছাত্র ছাত্রীকে এই ডিজিটাল হাইটেক ক্লাস এর মাধ্যমে আরো উন্নত করে তাদের কে জীবিকা অর্জনে সহায়তা করতে চাই। সেই জন্য মালদা জেলার সমস্ত অভিভাবক কে এই হাইটেক ক্লাসে আসার জন্য আহব্বান করছি।

ফোন নম্বর :- ৯০০২৯৩৭৩৮৩/৯৫৬৪১৪৯১৬৯।

এছাড়া যেসব প্রশিক্ষণ ছাত্র ছাত্রীরা এখান থেকে পাবে :-

ক্রিসওয়ার্কসের উদ্দেশ্য আধুনিক প্রযুক্তির সাহায্যে শহরের এবং গ্রামের  প্রতিটি ছাত্র/ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে সহযোগিতা করা । ইতিমধ্যেই চাকরিপ্রার্থী যুবক যুবতীদের জন্য  “Spoken English for Interview” কোর্স এর সূচনা হয়েছে । আগামীদিনে ছোট ছোট ছাত্র ছাত্রীদের পিতামাতাদের জন্য ক্রিসওয়ার্কস এক সফটওয়্যার আন্তে চলেছে যার সাহায্যে পিতামাতারা অতি সহজেই তাদের সন্তানদের শিক্ষাক্ষেত্রে সহযোগিতা করতে পারবে ।

Scroll to Top