বাঙালি মিডিয়াম স্কুলেও বাচ্চারা ইংরেজি মাধ্যম স্কুলের মতো ইংলিশে লিখতে পড়তে ও কথা বলতে পারবে

By Team SLATO & Team Krishworks

এখন বাঙালি মিডিয়ামের স্কুলের বাচ্চারাও ইংলিশে কথা বলতে তো পারবেই, বরং ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া বাচ্চাদের থেকেও ভালো speech দিতে পারবে । এই সফটওয়্যার এবং শিক্ষা পদ্ধতি আই আই এম কলিকাতার ইনোভেশন পার্ক এর সহযোগিতায়  ক্রিসওয়ার্কস টেকনোলজির খুব কার্যকরী ও আলোড়ন সৃষ্টিকারী আবিষ্কার ।

অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে শহর থেকে দূরে থাকা বাচ্চারা বা আর্থিক দিক দিয়ে সচ্ছল নয় এমন পরিবারের বাচ্চারা পড়াশোনায় ভালো হওয়া সত্ত্বেও শুধু মাত্র ইংরেজিতে জড়তা এই জন্য ভবিষ্যতে অনেক সমস্যার সম্মুখীন হয় ।

ক্রিসওয়ার্কস টেকনোলজি এন্ড রিসার্চ ল্যাবস এর উদ্যোগে যে কোনো শিক্ষিত যুবক যুবতী কে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ শিক্ষক/শিক্ষিকা  হিসেবে তৈরী করা হয় । ক্রিসওয়ার্কস হাইটেক ইংলিশ ক্লাস সম্পূর্ণ ডিজিটাল ক্লাসরুম যেখানে বাচ্চারা ট্যাবলেট মোবাইলের সাহায্যে অতি অল্প খরচে ইংলিশ এ লিখতে পড়তে ও কথা বলতে শেখে । ছাত্র ছাত্রীদের পিতামাতারা তাদের বাচ্চাদের অতি অল্প সময়ের মধ্যে গড়গড়িয়ে ইংলিশ এ কথা বলতে দেখে অত্যন্ত খুশি হয় ।

 

যে কোনো স্কুল, কম্পিউটার সেন্টার (NCSM, YCTCs etc), কোচিং সেন্টার, NGO, স্বনির্ভর গোষ্ঠী বা শিক্ষিত যুবক যুবতী তাদের এলাকায় খুব অল্প খরচে এই ক্রিসওয়ার্কস হাইটেক ক্লাস চালু করতে পারে ।

 

বর্তমানে পশ্চিমবঙ্গের ৬টি জেলা পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, দার্জিলিং ও নাদিয়া তে এই ক্রিসওয়ার্কস হাইটেক সেন্টার স্থাপিত হয়েছে । বহু সরকারি/বেসরকারি স্কুল , কম্পিউটার সেন্টার তাদের পাঠক্রমের মধ্যে ক্রিসওয়ার্কস হাইটেক ক্লাস কে অন্তর্ভুক্ত করে প্রায় ২০০০ ছাত্র ছাত্রী কে উপকৃত করছে ।

 

নিজের এলাকায় ক্রিসওয়ার্কস হাইটেক ইংলিশ সেন্টারের franchisee নিয়ে বাচ্চাদের ইংলিশ পড়িয়ে আয় করতে শিগগিরি যোগাযোগ করুন । www.slatoskills.com

১৬ সেপ্টেম্বর এইসময়পত্রিকা :

১৪ নভেম্বর রেডিও মির্চির মীর এর সাথে সাক্ষাৎকার

Scroll to Top